
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, চাঁদপুর পৌরসভার ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ গাজীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
১৯ এপ্রিল সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মো. ইউসুফ গাজী চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদীর মৃত আ. মালেক গাজীর বড়ো ছেলে।
জানা যায়, শনিবার ভোর রাতে চাঁদপুর শহরের মুখার্জিঘাট এলাকার নিজ বাড়ি থেকে মো. ইউসুফ গাজীকে গ্রেফতার করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ।
তাকে নাশকতা ও সহিংসতার মামলার আসামি হিসেবে দেখাতে পারে পুলিশ।
ডিবি পুলিশ চাঁদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা ইউসুফ গাজীকে গ্রেফতার করার পর তাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।